
মোঃ মেহেদী হাসান
আমার সকাল ২৪, ক্রাইম রিপোর্টার
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ সাইফুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর উৎসবমুখর হয়ে ওঠে।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন,
“ফরিদপুর-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের অধিকার পুনরুদ্ধার এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই আসন থেকে নির্বাচনে অংশ নিতে চাই।”
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্থানীয় বিএনপি সূত্র জানায়, শামা ওবায়েদ ইসলাম দীর্ঘদিন ধরে সালথা ও নগরকান্দা এলাকায় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তৃণমূল পর্যায়ে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বলেও দাবি করেন নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, দলীয় মনোনয়ন চূড়ান্ত হলে ফরিদপুর-২ আসনে বিএনপি শক্তিশালী অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে।
উল্লেখ্য, সালথা ও নগরকান্দা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনটি রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হিসেবে বিবেচিত হয়ে থাকে।