
মো: শাহীন হাওলাদার, ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৭ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৪০৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন:
মধুখালী উপজেলার দস্তরদিয়া গ্রামের রতন সেখ (৩০) ও সজীব শেখ (৩০)
বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ইমামুল সেখ (৩৮), রেজাউল সেখ (৩২), তরীকুল সেখ (১৮)
সাতৈর ইউনিয়নের শফিউল আলম (৪৪)
ফরিদপুর সদর উপজেলার মিলন সেখ (২৭)
রবিবার দুপুর ২টায় তাদের উদ্ধারকৃত মাদকসহ ফরিদপুর বিজ্ঞ বিচারিক আদালতে প্রেরণ করা হয়। বোয়ালমারী থানার উপপরিদর্শক শফিকুল আলম বাদী হয়ে মাদক মামলা (নম্বর-৩৪) দায়ের করেছেন।
ওসি মো. আনোয়ার হোসেন জানান, মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।