
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
মোঃ আব্দুস ছালাম
নওগাঁর আত্রাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (২৬ ডিসেম্বর) উপজেলার শাহাগোলা ইউনিয়নের মিরাপুর গ্রামের একটি খেলার মাঠে দিনব্যাপী ‘গ্রাম উৎসব’ ব্যানারে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।
যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে শেকড়ের টানে গ্রামবাংলার ঐতিহ্যকে ঘিরে আয়োজিত এই উৎসবে আবাল-বৃদ্ধ-বনিতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়। গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ সামিউল ইসলাম টগর, মোঃ মাকসুদুর রহমান সাগর ও মোঃ মমিনুল ইসলামের উদ্যোগে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে বাংলার হারিয়ে যাওয়া নানা ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বদন ও মোরগ যুদ্ধ, গোলাপটগর, তিন পায়ে দৌড়, শিশুদের জন্য বস্তা দৌড়, নারীদের জন্য মিউজিক্যাল বালিশ খেলা এবং বড়দের জন্য চিরায়ত হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। খেলাধুলা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
উৎসবের অন্যতম উদ্যোক্তা মোঃ সামিউল ইসলাম টগর বলেন, “স্মার্টফোনের যুগে আমাদের নতুন প্রজন্ম দেশীয় সংস্কৃতি ও খেলাধুলা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতেই এই আয়োজন। আমরা চাই, প্রতি বছরই এই আনন্দধারা অব্যাহত থাকুক।”
আয়োজকরা আরও জানান, বাঙালি সংস্কৃতির বিকাশ ও প্রসারের মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখাই এ উৎসবের মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয় সুধীজন এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে গ্রামীণ উৎসব আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।