
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
মোঃ মেহেদী হাসান
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (বাদ জুম্মা) বল্লভদী ইউনিয়নের উত্তর চন্ডিবরদী উত্তর পাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন বিএনপির নেতা বেলায়েত হোসেন পিরু ও শাহজাহান শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন বল্লভদী ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লালমিয়া, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মসজিদের সাধারণ মুসল্লিরা।
মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ শাহালম মিয়া। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।