
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
বান্দরবান পার্বত্য জেলা শহরের চালবাজারে ব্যবসায়ী তপন তালুকদারের দোকান থেকে রহস্যজনক ভাবে ২৪ লক্ষ ৫০ হাজার টাকা চুরির ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় ও ব্যাবসায়ীদের মাঝে।
গতকাল ২৪ ডিসেম্বর (বুধবার) ঘটনাটি ঘটে রাত আনুমানিক ৯টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দোকানে উপস্থিত ছিলেন তপন তালুকদারের ছোট ভাই, যিনি দীর্ঘদিন ধরে দোকানটির দেখাশোনা করে আসছিলেন। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো দোকানের তালা ও চাবি সম্পূর্ণ অক্ষত রয়েছে, কোথাও জোরপূর্বক ভাঙচুরের কোনো আলামত পাওয়া যায় নি। অথচ দোকানের লকারে রাখা নগদ অর্থ উধাও।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বাংলাদেশ পুলিশ–এর জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলার পুলিশ এর উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এটি সাধারণ চুরি, নাকি এর পেছনে কোনো পরিকল্পিত কৌশল বা অভ্যন্তরীণ যোগসাজশ রয়েছে—সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। লকার, সিসিটিভি ও, দোকানে থাকা ব্যক্তিদের বক্তব্যসহ সার্বিক আলামত বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনাটি নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, দ্রুত সময়ের মধ্যেই প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।