
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও ‘জাতীয় শ্রমিক শক্তি’ খুলনা বিভাগের আহ্বায়ক মো. মোতালেব শিকদার (৪২) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
এই ঘটনার পর হামলাকারীরা ভারতে পালিয়ে যেতে না পারে, সেজন্য দেশের বিভিন্ন সীমান্তে কড়া নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে। বেনাপোলসহ যশোরের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, কাঁটাতারবিহীন সীমান্ত সাময়িকভাবে সিলগালা করা হয়েছে এবং ডগ স্কোয়াড ব্যবহার করে তল্লাশি চলছে। ভোমরা স্থলবন্দরসহ সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন এলাকাগুলোতেও চেকপোস্ট বসানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মোতালেব শিকদারের ওপর হামলাকে হাদী হত্যাকাণ্ডের পর দ্বিতীয় বড় রাজনৈতিক হামলা হিসেবে দেখা হচ্ছে।