
শেখ তাইজুল ইসলাম
মোংলা উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সারাদেশের ন্যায় মোংলা উপজেলার চিলা ইউনিয়নেও তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল থেকেই চিলা ইউনিয়নের বৈদ্যমারী বাজার এলাকায় নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও ধানের শীষের প্রতিকৃতি হাতে নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন। দীর্ঘদিন পর প্রিয় নেতার প্রত্যাবর্তনের খবরে বিএনপির তৃণমূল কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইতে দেখা যায়।
আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি। এতে সভাপতিত্ব করেন চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হাওলাদার। মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
মিছিলে ব্যবহৃত ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র ছবি শোভা পায়।
এসময় স্থানীয় নেতারা বলেন,
“২৫ ডিসেম্বর আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। আমাদের নেতা জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে চিলা ইউনিয়নের প্রতিটি ঘরে আজ আনন্দের আমেজ। ধানের শীষের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাই।”
চিলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই আনন্দ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
যুবদল নেতা মোঃ সাইফুল শিকদার বলেন,
“তৃণমূলের নেতা-কর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বিএনপি আরও সুসংগঠিত হয়ে জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে।”