
মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শোরুম মালিক মোঃ পিন্টু আকন্দ (৩৮) কে অজ্ঞাতনামা ব্যক্তিরা জোরপূর্বক হাইস মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িটি ভাড়া নেওয়ার পর গন্তব্যের পরিবর্তে অন্যত্র ঘোরাফেরা করলে, জিপিএসের মাধ্যমে গাড়িটি বন্ধ করা হয়। পরে গাড়ী ত্যাগ করে অপহরণকারীরা পালিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে দুপচাঁচিয়া ও আদমদীঘি থানার কর্মকর্তা মিলে হাইস মাইক্রোবাসের পিছনের সিট থেকে ভিকটিমের লাশ উদ্ধার করেন। লাশের নাক-মুখে কাপড় পেঁচানো ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে।
এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান।
ভিকটিম: মোঃ পিন্টু আকন্দ (৩৮), ব্যবসায়ী, পিতা মৃত আয়েজ উদ্দিন, লৌহচড়া, থানা-রানীনগর, জেলা-নওগাঁ।
উদ্ধারকৃত যানবাহন: হাইস মাইক্রোবাস, রেজিঃ ঢাকা মেট্রো-চ ১৫-৩২৬৮।