
জুবায়ের খান প্রান্ত, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ায় তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে হেযবুত তওহীদ।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকে কুষ্টিয়া জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া মাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বৈঠকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি তাঁর বক্তব্যে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে বলেন,
“আল্লাহর বিধান মেনে নেওয়া ছাড়া এ দেশের মানুষ কখনোই প্রকৃত শান্তি পাবে না। কীভাবে আল্লাহর দ্বীন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব—তার একটি বিস্তারিত রূপরেখা আমরা তুলে ধরেছি। গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে এই প্রস্তাবনাগুলো সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং জনমত গঠনে ইতিবাচক ভূমিকা রাখা।”
গোলটেবিল বৈঠকে উপস্থিত সাংবাদিকরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং বিভিন্ন মতামত ও প্রশ্ন উত্থাপন করেন। একপর্যায়ে সংগঠন সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের জবাব দেন হেযবুত তওহীদের মাননীয় ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
আয়োজকরা জানান, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার হবে।