
মো. এরশাদুল হক
প্রতিনিধি | নাগেশ্বরী, কুড়িগ্রাম
নাগেশ্বরী উপজেলায় শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মরণে আলোচনা সভা ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) স্থানীয়ভাবে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লি, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ হয়ে ওঠে আবেগঘন ও ভাবগম্ভীর।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে শহীদ শরীফ ওসমান বিন হাদীর জীবন, আত্মত্যাগ, আদর্শ ও ইসলামী আন্দোলনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা শহীদের শাহাদাতকে ইসলামী আন্দোলনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও জননেতা অধ্যাপক আনোয়ারুল ইসলাম। তিনি বলেন,
“শহীদরা কখনো মরে না, তারা জাতির হৃদয়ে চিরজীবী হয়ে থাকেন। শহীদ শরীফ ওসমান বিন হাদীর আত্মত্যাগ আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা দেয়।”
বিশেষ অতিথির বক্তব্যে কুড়িগ্রাম জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া বলেন, ইসলামী আন্দোলনের পথ কখনো সহজ ছিল না। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আদর্শ কখনো বৃথা যেতে পারে না।
সভায় সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া। তিনি বলেন, শহীদদের স্মরণ কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে তাঁদের আদর্শ বাস্তবায়ন করাই হবে প্রকৃত শ্রদ্ধা।
আলোচনা সভা শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় শহীদের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।