
মেহেদী হাসান
নিজস্ব প্রতিবেদক, ঢাকা-১২৩০
মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা এবং সুস্থ ও ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ডে শুরু হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘এনামুল হক শিপন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’।
বুধবার সন্ধ্যায় বিমানবন্দর থানাধীন কাওলা এলাকায় আয়োজিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিমানবন্দর থানা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ এনামুল হক শিপন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,
“একটি সুস্থ ও সবল জাতি গঠনে যুব সমাজের ভূমিকা অপরিসীম। বর্তমানে মাদকের করাল গ্রাস আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট যুবকদের সুস্থ বিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজারুল হক সুজন।
কাওলা ওয়ার্ড সভাপতি ইব্রাহিম খলিল-এর সভাপতিত্বে এবং শাহ আলম খোকন-এর সার্বিক মাঠ তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুর রহিম সাব্বির, ডা. আশরাফুজ্জামান, নাজমুল আহমেদ, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, কামাল উদ্দিন, মীর সোয়াইব ইসলাম ও আবু সাঈদ রাজিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় ক্রীড়ামোদী দর্শক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এলাকাবাসী জামায়াতে ইসলামীর এই ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন,
“শীতের রাতে যুবকরা আড্ডা বা বাজে সঙ্গের বদলে খেলাধুলায় সময় কাটাবে—এটাই সবচেয়ে বড় অর্জন।”
একজন যুব প্রতিনিধি বলেন,
“এনামুল হক শিপন ভাইয়ের এমন উদ্যোগে আমরা আনন্দিত। খেলাধুলা থাকলে মন ভালো থাকে, খারাপ চিন্তা আসে না। প্রতি বছর এমন আয়োজন চাই।”
শীতের আমেজে উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টটির যাত্রা শুরু হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই আয়োজন এলাকার যুব সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে।