
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া
আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও ২০০ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি পিকআপ গাড়িসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার একটি টিম আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক একটি পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে পিকআপের ভেতর থেকে ২০ (বিশ) কেজি গাঁজা ও ২০০ (দুইশত) বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ সুজন (২৮)
পিতা: মৃত হানিফ মিয়া
মাতা: আফিয়া বেগম
গ্রাম: দাড়িয়াকান্দি
থানা: কুলিয়ারচর
জেলা: কিশোরগঞ্জ
২। মোঃ সিরাজ মিয়া (৪৫)
পিতা: মৃত নাজির মিয়া
মাতা: মৃত জোবেদা খাতুন
গ্রাম: বিষ্ণপুর
থানা: মাধবপুর
জেলা: হবিগঞ্জ
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।