
আরিফ হাসান গজনবী
রামপাল উপজেলা প্রতিনিধি, বাগেরহাট
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪–২৫ অর্থবছরে বিদেশে বাংলাদেশি পণ্য আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ২০২৬ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত হয়েছেন ১০ জন অনিবাসী বাংলাদেশি।
১৪ ডিসেম্বর (রোববার) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাইয়েদা ফয়জুন্নেছার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের সিআইপি হিসেবে ঘোষণা করা হয়।
বিদেশে বাংলাদেশি পণ্য আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে বিশেষ কৃতিত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন মোঃ মাইনুল ইসলাম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং রামপালের তরুণ প্রজন্মের একজন পরিচিত আইকন।
নির্বাচিত প্রবাসীরা তিনটি ক্যাটাগরিতে এই মর্যাদা লাভ করেছেন। সিআইপি মর্যাদা প্রাপ্তির ফলে তারা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ও অগ্রাধিকার পাবেন।
সিআইপি হিসেবে নির্বাচিতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পরিচয়পত্র পাবেন, সরকারি অনুষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে আমন্ত্রণ লাভ করবেন, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন এবং সরকারি হাসপাতালে নিজের ও পরিবারের সদস্যদের চিকিৎসায় অগ্রাধিকার ভিত্তিতে কেবিন সুবিধা পাবেন। এছাড়া বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে তারা বৈদেশিক বিনিয়োগকারী হিসেবে বিশেষ সুরক্ষা ও সুযোগ-সুবিধা লাভ করবেন।