
মোঃ বিল্লাল হোসেন
ক্রাইম রিপোর্টার
আমার সকাল ২৪
নওগাঁর পোরশা সীমান্তে আবারও সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী অঞ্চলে নিয়মিত টহলের অংশ হিসেবে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর নিতপুর বিওপির একটি বিশেষ টহল দল মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি মালিকবিহীন ভারতীয় গরু আটক করে।
বিশেষ গোয়েন্দা তথ্য—আরআইবি, এসআইপি ও সিভিল সোর্সের সহায়তায়—টহল দলটি সীমান্তের মেইন পিলার ২৩০ এর ৫৮ আর থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বাংলাদেশের টেকঠা এলাকার সাধুর ডীপ সংলগ্ন স্থানে গরুটি খুঁজে পায়। সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু পাচারের একটি সক্রিয় rুট প্রায়ই ব্যবহৃত হয় বলে জানা যায়, এবং বিজিবির নিয়মিত নজরদারির কারণেই এসব কার্যক্রম ব্যাহত হচ্ছে।
অভিযানে নেতৃত্ব দেন টহল কমান্ডার জেসিও-৯০৯২ সুবেদার মাহফুজুর রহমান। আটক হওয়া গরুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা বলে জানা গেছে।
সুবেদার মাহফুজুর রহমান নিশ্চিত করেছেন, আইনানুগ প্রক্রিয়া শেষে গরুটি নজিপুর পত্নীতলা শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা ও অবৈধ পশু পাচার ঠেকাতে বিজিবির এ ধরনের কার্যকর তৎপরতা স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে আনছে বলে মন্তব্য করেছেন এলাকাবাসী।