
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি: মোঃ মাসুদ মোল্লা
ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে টানা ছয়বার সম্মাননা পাওয়া লালমোহন থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম (বিপি নং– ৮৪১১১৩৫৩৪০) এবার লটারির মাধ্যমে পটুয়াখালীর রাঙ্গাবালী থানায় পদায়ন হয়েছেন।
সূত্র জানায়, লালমোহন থানায় দায়িত্ব পালনকালে ওসি সিরাজুল ইসলাম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, দ্রুত মামলা নিষ্পত্তি, সন্ত্রাস-সাবোটাজ ও মাদক দমন—সব ক্ষেত্রেই ব্যাপক সফলতা দেখিয়েছেন। তার নেতৃত্বে লালমোহন থানা একাধিক গুরুত্বপূর্ণ অভিযানে সাফল্য পায় এবং অপরাধ সূচক দৃশ্যমানভাবে কমে আসে। এসব সাফল্যের স্বীকৃতি হিসেবেই তিনি জেলা পর্যায়ে ৬ বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
স্থানীয়দের মতে, দায়িত্ব পালনে তার কর্মদক্ষতা, সততা, মানবিক আচরণ ও নিরলস পরিশ্রম লালমোহন থানাকে আরও গতিশীল করেছে। রাঙ্গাবালী থানায় তার নতুন পদায়নকে স্বাগত জানিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন—তার নিবিড় তদারকি ও সক্রিয় ভূমিকার মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে, অপরাধ দমন জোরদার হবে এবং জনসেবায় নতুন গতি আসবে।