বনানী–মহাখালী কুড়িলে কারসিটি শোরুমে ককটেল হামলা
তৌহিদ ইসলাম, ঢাকা
১ ডিসেম্বর ২০২৫ — রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থিত গাড়ির শোরুম ‘কারসিটি’–তে ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে জমজ রোড–সংলগ্ন বনানী–মহাখালীগামী ফ্লাইওভার থেকে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে দ্রুত সটকে পড়ে।
হঠাৎ বিস্ফোরণে শোরুমে বড় কোনো ক্ষতি না হলেও সামনের কাচ ভেঙে যায়। তবে কোনো হতাহত বা গুরুতর ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। শোরুম কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।