সুনামগঞ্জের র্যালি ও সাংস্কৃতিক পরিবেশনায় তারুণ্যের উৎসব উদযাপন
শাহ্ ফুজায়েল আহমদ নির্বাহী সম্পাদক, আমার সকাল ২৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো তারুণ্যের উৎসব–২০২৫। র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর ছিল পুরো উপজেলা পরিষদ প্রাঙ্গণ।
১ ডিসেম্বর সোমবার বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবটি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ‘র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুন হাওলাদার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম, ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ মোস্তফা আহসান হাবীব, জগন্নাথপুর পৌরসভার সচিব সতীশ গোস্বামী।
এ ছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু, কোষাধ্যক্ষ শাহ্ ফুজায়েল আহমদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা–কর্মচারী, থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণি–পেশার মানুষ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বক্তারা বলেন, নতুন প্রজন্মকে উৎসাহিত, সৃজনশীল ও দেশগড়ার প্রেরণায় উজ্জীবিত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জগন্নাথপুরজুড়ে উৎসবমুখর পরিবেশে দিনটি তারুণ্যের শক্তি, উদ্দীপনা ও অঙ্গীকারকে আরও দৃঢ় করে তোলে।













