
আজ সকাল আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে
ফরিদপুর–খুলনা মহাসড়কের করিমপুর গ্রামে,
আবুল হোসেনের তেলের পাম্পের সামনে ঘটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়,
গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে
মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে আটকে থাকে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।