
মোঃ বিল্লাল হোসেন
ক্রাইম রিপোর্টার,যশোর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর মাদকবিরোধী অভিযানে ০২ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ ০৩ জন আসামী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের ও মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান।
১। মোঃ আঃ সাত্তার ৫৬, আটক। পিতাঃ মৃত আবুল সরদার, গ্রাম: সুজাপুর পূর্বপাড়া, কেশবপুর উপজেলা, যশোর।
ঘটনা: যশোর জেলার কেশবপুর উপজেলা সুজাপুর পূর্বপাড়া গ্রামে আসামী আঃ সাত্তার ৫৬, এর নিজ বাড়ি।
২৬/১১/২০২৫ ইং তারিখ , দুপুর ০১:০০ ঘটিকা।
০২ কেজি গাঁজা।
উপপরিদর্শক জনাব শেখ আবুল কাশেম বাদী হয়ে, কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামী আঃ সাত্তার ৫৬, এর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
২। শাকিব খান বাধন ২৫, আটক। পিতা:মোঃ সোনা গাজী,গ্রাম: হদ,কেশবপুর উপজেলা, যশোর।
ঘটন, যশোর জেলার কেশবপুর উপজেলা, কন্দর্পপুর গ্রামে, বটতলায়।
২৬/১১/২০২৫ ইং।বিকাল ০৪:০০ ঘটিকা।
৫০ গ্রাম গাঁজা।
আইন: উপপরিদর্শক জনাব শেখ আবুল কাশেম এর প্রসিকিউশনে হয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেশবপুর, যশোর জনাব মোঃ শরীফ নেওয়াজ মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামী মোঃ শাকিব খান বাধন (২৫) কে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০/- টাকা অর্থদন্ড আরোপ করে কারাগারে প্রেরণ করেন।
৩। জাহিদুল ইসলাম মিন্টু ৩৮, পিতাঃ মোঃ কওছার আলী, গ্রাম: কন্দর্পপুর, কেশবপুর উপজেলা, যশোর।
ঘটনা, যশোর জেলার কেশবপুর উপজেলা, কন্দর্পপুর গ্রামে বটতলায়।
২৬/১১/২০২৫ ইং। বিকাল ০৪:৩০ ঘটিকা।
৫০ গ্রাম গাঁজা।
উপপরিদর্শক জনাব শেখ আবুল কাশেম এর প্রসিকিউশনে হয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেশবপুর, যশোর জনাব মোঃ শরীফ নেওয়াজ মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামী মোঃ জাহিদুল ইসলাম মিন্টু (৩৮) কে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০/- টাকা অর্থদন্ড আরোপ করে কারাগারে প্রেরণ করেন।