
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক, আমার সকাল ২৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিনের নেতৃত্বে ৮নং আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি বাজারসংলগ্ন কুশিয়ারা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০–এর ৪(গ)(ছ) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারায় পাঁচজনকে কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
আলাল মিয়া, পিতা হাবিবুর রহমান, জনুপুর, জামালগঞ্জ — ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
নবী হোসেন (৩০), পিতা মোঃ মাজু মিয়া, শরিয়তপুর, ধরমপাশা — ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
মনির হোসেন (২৫), পিতা জুলহাস মিয়া, সরিষাকান্দা ইসলামপুর, ধরমপাশা — ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড
দিদার মিয়া (২৯), পিতা মোঃ আজিদ মিয়া, শান্তিপুর, ধরমপাশা — ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড
নজরুল (২৭), পিতা মোঃ শের আলী মিয়া, হোসেনপুর, মিঠামইন, কিশোরগঞ্জ — ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিন বলেন, “দণ্ডপ্রাপ্তদের থানায় হস্তান্তর করা হয়েছে। কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা জানান, দণ্ডপ্রাপ্তদের বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।