
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক আমার সকাল ২৪
১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ ই উদযাপন এর লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ এর হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর পৌর সভার প্রকৌশলী স্বতীশ চন্দ্র গোস্বামী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, জগন্নাথপুর থানার ওসি তদন্ত মোঃ হাফিজুর রহমান, জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুল আলম, জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলম, জগন্নাথপুর ফায়ার সার্ভিস এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুর্শেদ আলম, জগন্নাথপুর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমদ, আনসার ভিডিপি কর্মকর্তা নূরুল ইসলাম, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মশিউর রহমান, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সৈয়দ নূর, চিলউড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ তাজুল ইসলাম আলফাজ, জগন্নাথপুর উপজেলা শাখা খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী, জনতা ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার মোঃ মশিউর রহমান, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর, স্টুডেন্ট কেয়ার জগন্নাথপুর এর সভাপতি হুমায়ূন কবির, কাঞ্চন শিখা একাডেমির পরিচালক কোশল কান্তি রায়, ছাত্র প্রতিনিধি আরিফুল ইসলাম , জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি তাজউদ্দিন আহমেদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি হুমায়ূন কবির, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, যে জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ শাহ্ ফুজায়েল আহমদ, সাংবাদিক আমিনুল হক শিপন, দৈনিক আমার দেশ প্রতিনিধি, সাংবাদিক তৈয়বুর রহমান দৈনিক সংগ্রাম প্রতিদিন প্রমূখ।