
স্টাফ রিপোর্টার: মো: শাহীন হাওলাদার, ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের চরভদ্রাসন বাজারে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন শাহরিয়া জাহান নামে এক যুবক। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আটক শাহরিয়ার বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়নপুর গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, সকালে বাজারে ঘোরাঘুরির সময় তিনি দোকানদারসহ সাধারণ মানুষের সঙ্গে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে নানা ধরনের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন। তার আচরণে সন্দেহ হলে এলাকাবাসী তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি বৈধ কোনো পরিচয়পত্র ও তথ্য প্রদান করতে ব্যর্থ হন। পরে তাকে জনতা আটক করে পুলিশে খবর দেয়।
আটক শাহরিয়া জাহান সম্পর্কে আরও জানা যায়—তিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তবে কেন তিনি প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়ালেন তা নিয়ে এলাকাজুড়ে নানা আলোচনা শুরু হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এলাকাবাসী জানান, জনসচেতনতার কারণেই বড় ধরনের প্রতারণা থেকে তারা রক্ষা পেয়েছেন। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে এ ধরনের প্রতারকদের দ্রুত বিচারের দাবি জানান।