
ফরিদপুর প্রতিনিধি:ক্রাইম রিপোর্টার: মো: শাহীন হাওলাদার
ফরিদপুরের চরভদ্রাসন বাজারে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন শাহরিয়া জাহান নামের এক যুবক। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আটক যুবকের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়নপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজারে ঘোরাঘুরি করার সময় তিনি দোকানদারসহ সাধারণ মানুষের সঙ্গে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করেন। আচরণে সন্দেহ হলে এলাকাবাসী তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। শাহরিয়া জাহান কোনো সঠিক তথ্য বা পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। পরে জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
আটক শাহরিয়া জাহান একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তবে কেন তিনি এমন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়ালেন তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকাবাসী জানান, সচেতনতার কারণে বড় ধরনের প্রতারণা ও হয়রানি থেকে রক্ষা পাওয়া গেছে। তারা প্রশাসনের কাছে এমন প্রতারকদের দ্রুত বিচারের দাবি জানান।
ক্রাইম রিপোর্টার: মো: শাহীন হাওলাদার