ফরিদপুর প্রতিনিধি:
মো: শাহীন হাওলাদার
ফরিদপুরে গ্রেফতারকৃত আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর কোতোয়ালি উপশাখা ও তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
সদর শাখার সভাপতি মাওলানা খবির উদ্দিনের সভাপতিত্বে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী। প্রধান আলোচক ছিলেন যুব মজলিসের জেলা সভাপতি মুফতি মাহবুবুর রহমান। এছাড়া যুব ওলামা কল্যাণ পরিষদ ফরিদপুরের সভাপতি মাওলানা সৈয়দ শামসুল হক এবং ইসলামী আন্দোলন ও যুব জমিয়তের নেতৃবৃন্দও বক্তৃতা প্রদান করেন।
বক্তারা আবুল সরকারকে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানিয়ে সংশ্লিষ্ট ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শান্তিপূর্ণভাবে আইনশৃঙ্খলা বজায় রেখে ন্যায়বিচারের প্রতীক্ষায় থাকার কথাও উল্লেখ করেন।