
মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় জয় (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়ভাবে পরিচিত ‘বেকু হাসান ও লাল গ্রুপ’-এর হামলায় তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, চৌদ্দকাউনিয়া গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার রাতে প্রতিপক্ষ বেকু হাসান ও লাল গ্রুপের লোকজন জয়ের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় জয় ঘটনাস্থলেই মারা যান। নিহত জয় ওই গ্রামেরই বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ মাঠে নেমেছে। অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে।”
হত্যাকাণ্ডের পর গ্রামজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত জয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।