
স্টাফ রিপোর্ট
মোঃ আরিফ হোসেন
দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধে যেকোনো দিন ঘোষণা করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) দ্বিতীয় দফা সংলাপে তিনি এ কথা জানান।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে সকাল ও বিকেল দুই ভাগে মোট ৮১টি দেশি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
ইসি কমিশনার সানাউল্লাহ জানান, “নির্বাচনের তফসিল ঘোষণার আর বেশি দেরি নেই। ডিসেম্বর মাসের প্রথমার্ধের যেকোনো একদিন তফসিল ঘোষণা হয়ে যাবে। সময় হলে আপনারা তা জেনে যাবেন।”
তিনি বলেন, পর্যবেক্ষক সংস্থাগুলোকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়, এ সময়ে তারা একটি জাতীয় নির্বাচন এবং অন্তত চারটি স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ পায়। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অতীতের জমা দেওয়া প্রতিবেদনগুলো থেকে নির্বাচন কমিশন “খুব বেশি উপকৃত হতে পারেনি”।
সংস্থাগুলোর বয়সসীমা ২১ বছরে নামানোর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “২১ বছরের একজন তরুণ কতটা অভিজ্ঞ, তা আমরা সবাই জানি। সুতরাং বড় চ্যালেঞ্জ হলো—তাদেরকে কীভাবে প্রশিক্ষিত করে দায়িত্ব পালনের উপযুক্ত করে তোলা যায়।”
তিনি আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষকদের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নির্বাচন সম্পর্কিত আইন, বিধিমালা, নিবন্ধন বাতিলের কারণ এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি—যাতে ভুলত্রুটি এড়ানো যায়।