
মোঃ মেহেদী হাসান
ক্রাইম রিপোর্টার
আমার সকাল ২৪, ফরিদপুর
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ৬৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভাওয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের হাতে টিফিন তুলে দেন বিএনপির মনোনীত প্রার্থী শ্যামা ওবায়েদ ইসলাম রিংকু। তার নেতৃত্বে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।
টিফিন বিতরণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ছোট অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় নেতারা বলেন, শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ কর্মসূচি তাদের সামাজিক দায়িত্ববোধের অংশ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।