
মাহমুদ হাসান রুবেল, উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর কচুয়া গ্রামে এক কিশোরী (১৬) গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার পর কিশোরীর মা জোসনা খাতুন শৈলকুপা থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার রজু হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে থানা পুলিশ ৩ জন আসামিকে গ্রেফতার করেছে।
তদন্তে জানা গেছে, শুক্রবার খন্দকবাড়িয়া সংলগ্ন উত্তর কচুয়া গ্রামের মৃত ঝড়ু লস্কারের কিশোরী মেয়ে এনামুলের সঙ্গে বিয়ের দাবীতে অনশনে বসেন। কিশোরীর দাবি, তার এবং এনামুলের মধ্যে ছয় মাস ধরে সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাতে এনামুল তাকে ফোন করে বাড়ির বাইরে নিয়ে যায় এবং প্রথমে ধানক্ষেতে জোরপূর্বক ধর্ষণ করে। পরে রইচ বিশ্বাস নামের এক ব্যক্তি ভিডিও ধারণের পর মাসুদ বিশ্বাস ও হাবিবুর রহমানকে ফোন করে ডেকে এনে গণধর্ষণ ঘটায়।
প্রাথমিকভাবে ঘটনার সত্যতা ঢাকার জন্য কিছু স্থানীয় সামাজিক মাতব্বর এবং শরিফুল মেম্বার টাকার বিনিময়ে শালিশের চেষ্টা করেন। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, সংবাদ প্রকাশের পর পুলিশ তদন্ত শুরু করে। ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এনামুলকে গ্রেফতার করার অভিযান অব্য