
মেহেদী হাসান
দক্ষিণখান প্রতিনিধি
জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৪৯ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর স্পিড ব্রেকারে রং করার উদ্যোগ নিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা এনামুল হক শিপন। রাতের বেলায় স্পিড ব্রেকার দৃশ্যমান না থাকায় বারবার দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় তিনি নিজ উদ্যোগে এ কার্যক্রম হাতে নেন।
গত রাতে ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়কে হলুদ ও সাদা রং দিয়ে ব্রেকারগুলো চিহ্নিত করা হয়। এ সময় মাওলানা এনামুল হক শিপন নিজে উপস্থিত থেকে কাজ তদারকি করেন। উপস্থিত ছিলেন বিমানবন্দর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আব্দুল মান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ উদ্যোগকে সমর্থন জানিয়ে এক বীর মুক্তিযোদ্ধা বলেন,
“স্বাধীনতার পর থেকে কেউ এলাকার উন্নয়নে এমন কাজ করেনি। শিপন ভাইয়ের উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।”
আরেক বাসিন্দা আব্দুস সালাম বলেন,
“স্পিড ব্রেকার না থাকায় আগে অনেক দুর্ঘটনা ঘটেছে। এখন রঙ করার ফলে ঝুঁকি কমবে।”
এলাকাবাসীরা মনে করছেন, ব্রেকারগুলো দৃশ্যমান হওয়ায় দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি মাওলানা এনামুল হক শিপনের এই জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতে ওয়ার্ডের আরও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।