
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হাজিরবাগ ইউনিয়ন বিএনপি ও ৯টি ওয়ার্ডের নির্বাচনী কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ। সাধারণ সম্পাদক জামশেদ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক শাহজান আলী ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আসন্ন নির্বাচনের প্রস্তুতি, ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন ও সংগঠন জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।