
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান
সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আখতার-উল-আলম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রবিবার (২৩ নভেম্বর ২০২৫) সকালে ঢাকার ধামরাইয়ের ভাড়ারিয়া রোডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে আমতলা বাজার থেকে ঢুলিভিটা যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় যাত্রা শুরু করেন তিনি। ভাড়ারিয়া রোডে পৌঁছালে অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তার মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুপুর ১২টায় মরদেহ গণ বিশ্ববিদ্যালয়ে আনা হয় এবং সেখানে জানাজা সম্পন্ন হয়। পরে দাফনের জন্য তার নিজ এলাকা টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ে যাওয়া হয়।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।