
মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী
রাজশাহী বাঘা উপজেলার পদ্মার চরে বিশেষ অভিযানে ডাকাত ও দস্যু বাহিনীর ব্যবহৃত একটি বিদেশী পিস্তলসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫।
শনিবার ২৩ নভেম্বর রাত সারে ১২ টার সিপিএসসি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল উপজেলা গড়গড়ী ইউনিয়নের খায়েরহাট চর এলাকায় এ অভিযান পরিচালনা করে।
র্যাব-৫ জানায়, এ অভিযানে ০১টি বিদেশী পিস্তল, ০১টি পাইপগান, ০১টি ওয়ান শুটারগান এবং ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বলেও জানায়।
গত ২৭ অক্টোবর ২০২৫ ইং বালু মহল ও চরের জমি-বাথান দখলকে কেন্দ্র করে আলোচিত মনতাজ বাহিনী ও কাকন বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। দীর্ঘ সময় ধরে চলা এ গোলাগুলিতে ১ জন ঘটনাস্থলেই নিহত হন, পরে হাসপাতালে আরও ১ জন মারা যান। ঘটনার পরদিন পদ্মা নদী থেকে আরও ১ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে গত ০৯ নভেম্বর ২০২৫ তারিখে পুলিশ একই এলাকায় ‘অপারেশন ফার্স্ট লাইট’ পরিচালনা করে কয়েকটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছিল।
গোয়েন্দা তথ্যের মাধ্যমে র্যাব-৫ জানতে পারে, এই চরাঞ্চলে মনতাজ ও কাকন বাহিনীসহ আরও কয়েকটি ডাকাত দলের কাছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। এরপর এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গতশনিবার গভীর রাতে র্যাব-৫ এর দল গড়গড়ীর খায়েরহাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার করা অস্ত্রসমূহ জিডি মূলে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-৫। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি।
এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আসাদুজ্জামান ।