
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা
বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম (বিটিএসডব্লিউএফ) বান্দরবান অঞ্চল কমিটির উদ্যোগে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য নবীন বরণ, উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় বান্দরবান সদর তঞ্চঙ্গ্যা ছাত্রাবাস প্রাঙ্গণে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকরা। উপস্থিত ছিলেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম বান্দরবান অঞ্চল কমিটির সভাপতি শিমুল তঞ্চঙ্গ্যা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিসান্তর তালুকদার, সাধারণ সম্পাদক বিতনময় তঞ্চঙ্গ্যা, বান্দরবান নার্সিং কলেজের শিক্ষিকা নমিতা তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ কৃষি অফিসার নাজীব কুমার তঞ্চঙ্গ্যা, সাংবাদিক ও সমাজসেবক উজ্জ্বল তঞ্চঙ্গ্যা এবং উদেন্দু তঞ্চঙ্গ্যা সহ অসংখ্য শিক্ষার্থী ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের একত্রিত হয়ে সুশিক্ষা অর্জনের মাধ্যমে জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। এছাড়া নার্সিং, বিশ্ববিদ্যালয় ভর্তি ও বিভিন্ন চাকরিতে আবেদন প্রক্রিয়া ও নিশ্চিতকরণ নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য প্রদান করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম হলো বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস)-এর একটি অঙ্গ সংগঠন। এটি পার্বত্য অঞ্চলের সকল জাতিসত্তার সঙ্গে একাত্মতা বজায় রেখে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা ও তঞ্চঙ্গ্যা জাতির কল্যাণে কাজ করে থাকে।