
মস্তা মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে কসবা পৌর শহরে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার সমর্থনে এবং তার মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সুপার মার্কেট মোড় থেকে শুরু হওয়া মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কসবা বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়।
মিছিলে কসবা উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, উপজেলা কলেজ শাখা ছাত্রদল, নবীন দল এবং পৌর যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীরা অভিযোগ করেন যে, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেয়া এবং দলের সকল কর্মসূচি সম্পাদন করা কবির আহমেদ ভূঁইয়াকে উপেক্ষা করে মনোনয়নের সম্ভাব্য তালিকায় কানাডাপ্রবাসী একজনকে স্থান দেওয়া হয়েছে।
নেতাকর্মীদের দাবি, “কসবায় যারা মাঠে কাজ করেছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়ন করা হোক। বিদেশে দীর্ঘদিন অবস্থান করা প্রার্থী নয়, বরং পরীক্ষিত এবং ত্যাগী নেতা চূড়ান্ত মনোনয়নের যোগ্য।”
মিছিলে বক্তব্য রাখেন নির্যাতিত ছাত্র নেতা আরিফুল ইসলাম জুয়েল, এনামুল হক আপেল, মো. শিমুল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা দলীয় নেতৃত্ব, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জোর দিয়ে দাবি জানান মনোনয়ন পুনর্বিবেচনা করার।