
বিশেষ প্রতিনিধি, মোঃ আসাদুজ্জামান
আমতলী-তালতলী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মতিউর রহমান তালুকদার ১৭ নভেম্বর ২০২৫ ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন।
তিনি বরগুনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মৃত্যুর সংবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।