
টেকনাফ প্রতিনিধি: কামরুল ইসলাম
টেকনাফ উপজেলার কান্জরপাড়া এলাকার বাসিন্দা শরীফ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকায় প্রকাশিত “টেকনাফে কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা হেনস্তার শিকার” শিরোনামের সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
এক বিবৃতিতে শরীফ বলেন, সংবাদে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলকভাবে প্রচারিত। ঘটনার সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই উল্লেখ করে তিনি বলেন, এটি ব্যক্তিগত বিদ্বেষমূলক অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।
তিনি আরও জানান, সংবাদে উপস্থাপিত তথ্যগুলো তথ্য-প্রমাণবিহীন এবং তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে প্রচার করা হয়েছে। প্রকৃত ঘটনা যাচাই না করে এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করায় তিনি গভীর হতাশা প্রকাশ করেন।
শরীফ সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সঠিক তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানান। পাশাপাশি তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করছেন।