
মঞ্জুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তার বহিষ্কারাদেশ বাতিল করে প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে আব্দুর রাজ্জাক মন্ডলসহ চার নেতাকে সকল পদ থেকে বহিষ্কার করা হয়। পরে ২০২৪ সালের ৯ নভেম্বর বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেন তিনি। প্রায় এক বছর পর তার সেই আবেদন মঞ্জুর করে দল।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে আব্দুর রাজ্জাক মন্ডল বলেন,
“আমি দলের বিরুদ্ধে কোন অন্যায় করিনি। কেন আমাকে বহিষ্কার করা হয়েছিল, তা নিজেও বুঝতে পারিনি। দীর্ঘ ২৩ মাস পর আমার সম্মান ফিরিয়ে দিয়েছে দল। আবারও সত্যের জয় হয়েছে। আমি নির্দোষ—সেটা প্রমাণিত হলো। দলের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো আমাকে পুনরায় মূল্যায়ন করার জন্য।”
তিনি আরও বলেন,
“আগামী দিনগুলোতে দলের হয়ে আরও শক্তভাবে কাজ করবো। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।”