
মো: শাহীন হাওলাদার
ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্যাস চুলার লিকেজে এক বসতবাড়িতে আগুন লেগেছে। রবিবার সকাল ১০:৫০ মিনিটে জনৈক এনায়েত মন্ডলের বাড়িতে ঘটনার সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে ১১:৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডে ৪টি টিনের ঘরসহ আনুমানিক ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ভুক্তভোগী জানিয়েছেন।
স্থানীয়রা জানাচ্ছেন, গ্যাস সিলিন্ডারের লিকেজের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।