
সাজেদুল ইসলাম রাসেল, বিশেষ প্রতিনিধি বগুড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মানিকচক ও কর্ণপুর উত্তরপাড়ায় এ কর্মসূচি পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
গণসংযোগে ভিপি সাইফুল বলেন,
“বগুড়ার মানুষের জন্য অতীতে যে গ্যাস সুবিধা দেওয়া হয়েছিল, তা পুনরায় চালু করা হবে তারেক রহমানের নেতৃত্বে। জনগণের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ ব্যবস্থার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য সুলভ দামে সরবরাহ করবে বিএনপি।”
তিনি আরও বলেন,
“৩১ দফা সংস্কার বাস্তবায়নের মাধ্যমে সাম্য, সুযোগ ও মানবিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। বগুড়ার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করতে হবে।”
এসময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ— ফারুকুল ইসলাম ফারুক, তৌহিদুল ইসলাম বিটু, মাহিদুল ইসলাম গফুর, ফার্মার রফিকুল ইসলাম, আব্দুল গফুর দারা, হাসানুজ্জামান পলাশ, রেজাউল, শফিকুল ইসলাম শফিক, সুলতান আহমেদ, সাইমুম ইসলাম, খায়রুজ্জামান জিয়া, রবিউল ইসলাম আওয়াল, কনকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ছাত্রদল থেকে উপস্থিত ছিলেন— জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোয়েভ ইসলাম অভি, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাহিদ ও আরিফিন খালিদ।