
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ড সংলগ্ন এলাকার জুমচাষী সুমন তঞ্চঙ্গ্যা ও ওয়ামং তঞ্চঙ্গ্যা অপহৃত হওয়ার ঘটনার প্রেক্ষিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ৪০টি গৃহপালিত গরু চুরির অভিযোগ এবং প্রশাসনের নীরবতা নিয়ে প্রতিবাদ জানানো হয়।
১৬ নভেম্বর (রবিবার) সকাল ১০টায় বান্দরবান রাজার মাঠ থেকে রেলি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জমাধন তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের প্রতিনিধি নেলসন ত্রিপুরা, বাংলাদেশ ম্রো ছাত্র ফোরামের জেলা সভাপতি তওনেয়া ম্রো, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরামের সাধারণ সম্পাদক বিতনময় তঞ্চঙ্গ্যা, মানবাধিকার কর্মী জন্স ত্রিপুরা, এবং বান্দরবান অঞ্চল কমিটির সভাপতি শিমুল তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানে পুলিশ ও সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে অপহরণ, খুন ও নারী নির্যাতনের ঘটনা ক্রমবর্ধমান। তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অভাব ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক করেছেন। অপহরণকারীদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ও ৮ অক্টোবর ২০২৫ respectively, ঘুমধুম ইউনিয়নের দুই গ্রামের জুমচাষী সুমন তঞ্চঙ্গ্যা ও ওয়ামং তঞ্চঙ্গ্যা অপহৃত হন। দুই-তিন মাস পার হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে যুক্ত সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সঙ্গে এই অপহরণের যোগ রয়েছে।