
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ – ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ ঘোষণা করা হবে।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) রায়টি সরাসরি সম্প্রচার করবে। ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায়ও দর্শকরা সরাসরি রায় দেখতে পারবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব ফেসবুক পেজেও রায় সম্প্রচার করা হবে। কিছু বেসরকারি টিভি চ্যানেলও রায় প্রচার করবে।
মামলাটি ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা হয়। শেখ হাসিনার পাশাপাশি মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তবে সাবেক আইজিপি আল-মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
বিচারকাজ পরিচালনা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বেঞ্চ। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ভারত চলে গিয়েছেন এবং এখনও পলাতক রয়েছেন।