
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নের মধ্যবর্তী হাতিমারা পাড়ায় এক তঞ্চঙ্গ্যা নারী রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) কর্তৃক ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৫:৩০টার দিকে ওই নারী তার মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাজার থেকে সামগ্রী নিয়ে ফেরার পথে জামিরতলী খাল পার হয়ে পাহাড়ি রাস্তা হাঁটছিলেন। হঠাৎ ১০-১৫ জনের একটি আরএসও দল তাকে আটকায় এবং হুমকি-ধমকি দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন ৮-১০ জন জুম্ম যুবক, যারা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পরে তারা ওই নারীকে নিরাপদে ফিরিয়ে আনেন। স্থানীয় চৌকিদার রূপন বড়ুয়া ঘটনাটি জানলেও তিনি ধর্ষণের চেষ্টা করা আরএসও সদস্যদের ‘নিজ লোক’ হিসেবে উল্লেখ করে চুপ থাকার পরামর্শ দেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, চৌকিদার রূপন বড়ুয়া দীর্ঘদিন ধরে বিজিবি কমান্ডারের সঙ্গে যোগসাজশে ইয়াবা ব্যবসায় জড়িত এবং তার বাড়িতে নিয়মিত আরএসও সদস্য অবস্থান করত।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ইনচার্জ (ওসি) মোঃ মাসরুরুল হক জানিয়েছেন, ভুক্তভোগী পরিবার এখনও থানায় অভিযোগ করেনি। অভিযোগ দিলে পুলিশ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৮ অক্টোবর ও ২৩ সেপ্টেম্বর একই এলাকার দুই তঞ্চঙ্গ্যা গ্রামবাসীকে আরএসও ও আরসা জঙ্গীরা অপহরণ করেছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, আইনগত ব্যবস্থা না নিলে এলাকায় পরিস্থিতি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।