
ঢাকা, বৃহস্পতিবার – শরীফ হোসেন শুভ
রাজধানীতে বৃহস্পতিবার ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর জুলাই সহ সব গণহত্যার বিচার এবং জুলাই সনদের আইনি স্বীকৃতির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। একই সঙ্গে তারা নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তথাকথিত নাশকতারও প্রতিবাদ জানায়।
সকালে ঢাকা কলেজ থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে শেষ হয়।
সমাবেশে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন সূর্যের আলো দেখেছে। দেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়ে নতুন প্রজন্মের জাগরণ সৃষ্টি করেছে।” তিনি অভিযোগ করেন, “এক বছরেরও বেশি সময় পার হলেও জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া বিলম্বিত। অসংখ্য প্রমাণ থাকা সত্ত্বেও সরকার এখনো কোনো রায় দিতে পারেনি।”
বিশেষ অতিথি ও নেতারা সমাবেশে বিভিন্ন বক্তব্য দেন। ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা আটক হলেও অধিকাংশই জামিনে মুক্ত। আমরা আশঙ্কা করছি, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়নে প্রশ্ন দেখা দিতে পারে।”
ডাকসুর সহসভাপতি আবু সাদিক কায়েম বলেন, “জুলাই আন্দোলনে ২ হাজার মানুষ নিহত ও ৪০ হাজার আহত হয়েছেন। এই গণহত্যার দায় এড়ানো যাবে না।”
ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, “দেশের খুনিদের বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সর্বদা সোচ্চার থাকবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, বেসরকারি বিশ্ববিদ্যালয় পূর্বের সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিন, পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহের, এবং মেডিকেল জোন সভাপতি জায়েদ আহমেদ।