
শেখ তাইজুল ইসলাম, মোংলা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মোংলা পৌরসভা সাবেক মেয়র ও রামপাল-মোংলা সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ জুলফিকার আলী জানান, এলাকায় কারিগরি শিক্ষার অভাব এবং অবহেলিত জনগোষ্ঠীর জন্য বেগম খালেদা জিয়ার নামে একটি শিক্ষা ও কল্যাণ প্রকল্প শুরু করা হচ্ছে।
তিনি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় নামফলক উদ্বোধনের সময় বলেন, “সুন্দরবন ঘেষা পশুর নদীর পাড়ে মনোরম পরিবেশে একাডেমি স্কুল এন্ড কলেজ, মাদ্রাসা, এতিমখানা, মেরিন একাডেমি, ছাত্রাবাস এবং বৃদ্ধাশ্রম গড়ে তোলা হবে। বৃদ্ধদের জন্যও আশ্রয় ব্যবস্থা রাখা হয়েছে।”
জুলফিকার আলী জানান, প্রথম ধাপে তিনি নিজের ক্রয়কৃত ৬ একর জমিতে ব্যক্তিগত অর্থায়নে প্রকল্প শুরু করবেন এবং পরবর্তীতে সরকারি সহায়তা নিলে প্রকল্পটি আরও সমৃদ্ধ হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পৌর বিএনপির সভানেত্রী কমলা বেগম ও অন্যান্য নেতৃবৃন্দ।
জুলফিকার আলী বলেন, “মনোনয়ন পেলে এবং নির্বাচিত হতে পারলে দক্ষিণ অঞ্চলের অবহেলিত এলাকায় উন্নয়নের নতুন অধ্যায় শুরু করবো।”