
কুড়িগ্রাম সংবাদদাতা: মোঃ রফিকুল ইসলাম
ফুলবাড়ী: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়ের দিনে ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের বিরুদ্ধে শক্ত অবস্থানে মাঠে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জিরোপয়েন্ট, কাশিপুর কলেজ মোড়, গংগার হাট চাররাস্তা, ভাঙ্গা মোড়, বালার হাট ও নওডাঙ্গা সহ বিভিন্ন স্থানে দলটির সদস্যরা অবস্থান নেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুর রহমান, মাওলানা গোলজার হোসেন আমীর, উপজেলা আমীর মাওলানা আব্দুল মালেক, সদর ইউনিয়ন আমীর মাওলানা সাইদুর রহমান, শহর সভাপতি মাওলানা হারুন অর রশিদ, রতন মাস্টার এবং ডা. আমির আলী প্রমুখ।