
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম কৌশলগত অঞ্চল দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের নুরুল হুদা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও পথসভা করেছেন।
বুধবার (১২ নভেম্বর) বেলা ৩টায় পার্বতীপুর শহরের পুরাতন বাজার থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক নিয়ে র্যালিটি শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজারস্থ ঢাকা মোড় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে পথসভায় পরিণত হয়।
পথসভায় আমাদের নুরুল হুদা বলেন,
“জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় মাঠে থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লড়াইয়ে জনগণই আমাদের শক্তি। এই এলাকার মানুষের উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। দল মনোনয়ন দিলে জনগণের ভালোবাসা ও সমর্থনে বিজয় অর্জন করব।”
তিনি আরও বলেন,
“রাষ্ট্রের কাঠামো ভেঙে পড়েছে স্বজনপ্রীতি, দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে। বিএনপির ৩১ দফা রূপরেখা শুধু রাজনৈতিক নীতি নয়, এটি একটি জাতীয় পুনর্গঠনের নীলনকশা। বিচার হবে স্বাধীন, প্রশাসন হবে জনগণের সেবক, নির্বাচন কমিশন হবে নিরপেক্ষ, সংবাদমাধ্যম হবে মুক্ত, এবং নাগরিক অধিকার থাকবে অটুট — এই লক্ষ্য বাস্তবায়ন করতেই আমাদের উদ্যোগ নিতে হবে। নিজেকে মেরামত, সমাজকে মেরামত, রাষ্ট্রকে মেরামত — এটাই নতুন বাংলাদেশের পথে আমাদের শপথ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু, সাংবাদিক বদরুদ্দোজ্জা বুলু, এবং আমাদের নুরুল হুদা টিমের সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল প্রমুখ।