
রিপোর্টার: আরাফাত সরকার
কুমিল্লার মুরাদনগরে ফ্ল্যাট ভাড়া নিয়ে মানবপাচার ও পতিতাবৃত্তির অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকার জাকিরের বিল্ডিংয়ের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
হোমনা উপজেলার রামকৃষ্ণপুর আখন্দপাড়ার খাদিজা আক্তার (৪০) এই ঘটনায় ৮ জনকে আসামি করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, মামলার মূল আসামি লুনা আক্তার ও তার স্বামী বিল্লাল হোসেন অভিযান শুরুর আগেই পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, লুনা আক্তার ও বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মানবপাচার ও পতিতাবৃত্তিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। আগেও একাধিকবার একই অভিযোগে গ্রেফতার হলেও আইনের শিথিলতার কারণে তারা জামিনে মুক্ত হয়ে অপরাধে পুনরায় জড়িয়েছেন।
আটককৃতরা হলেন: লুনা আক্তার, শাহ পরান (২১), নাঈম আহমেদ (১৮), রাকিব হোসেন (১৮), রুমা আক্তার (১৯), সাদিয়া আক্তার (১৯) ও নুরুন্নাহার (২০)।
মুরাদনগর থানার ওসি বলেন, “ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। মানবপাচার চক্রের মূল হোতা বিল্লাল ও লুনাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।”