
মোঃ রফিকুল ইসলাম (কুড়িগ্রাম) স্টাফ রিপোর্টার
আমার সকাল ২৪ | ১১ নভেম্বর ২০২৫
প্রতিবছর ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি উদ্যোগের অভাবে ভাঙনকবলিত মানুষদের জীবন-জীবিকা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে।
তবে এবার কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ার চরের বাসিন্দারা সরকারি সহায়তার অপেক্ষা না করে নিজেদের উদ্যোগে গড়ে তুলেছেন এক ‘প্রাকৃতিক বাঁধ’। তারা কলাগাছ, কাশফুল ও কলমি গাছের চারা রোপণ করে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তৈরি করেছেন সবুজ বাঁধের প্রাথমিক স্তর।
স্থানীয়দের ধারণা, এসব গাছের শিকড় নদীর তীরকে শক্ত করে ভাঙন রোধে কার্যকর ভূমিকা রাখবে।
ইউপি সদস্য সানোয়ার হোসেন বলেন, “এর আগেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে এবার অংশগ্রহণকারীর সংখ্যা অনেক বেশি। আশা করছি, এর সুফল মিলবে।”
পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল কাদের বলেন, “গাছ লাগানো প্রশংসনীয় হলেও নদীর গভীরতা বিবেচনায় এটি দীর্ঘমেয়াদে কার্যকর নয়। আপাতত সেখানে কোনো সরকারি প্রকল্প হাতে নেই।”
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, “এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। সরকারিভাবেও আমরা গাছ লাগাচ্ছি এবং সাধারণ মানুষকেও এতে অংশ নিতে উৎসাহ দিচ্ছি।”