
ইমরান হোসেন (আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি)
গাজীপুর মহানগরীর পূবাইল ৪০নং ওয়ার্ড, খোরাইদ জয়নগর সাপুড়ে পট্টিতে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, ঘুমন্ত স্বামী আকাশ (২৫) এর পুরুষাঙ্গ কেটে জখম করেছেন তার দ্বিতীয় স্ত্রী মীম আক্তার।
স্থানীয়রা মীমকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত আকাশ বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আকাশ পূবাইল থানার খোরাইদ জয়নগর এলাকার তোতা মিয়ারের ছেলে। অপরদিকে, মীম আক্তার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আগ দিঘলিয়া গ্রামের রাসেল মিয়ারের মেয়ে। আকাশ ও মীম প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেছিলেন। তবে বিয়ের পর থেকেই মীম সন্দেহ করতেন যে আকাশ তার প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখছেন। এই সন্দেহের জেরে মীম রোববার ভোর ৬টার দিকে ধারালো ব্লেড দিয়ে আকাশের উপর হামলা চালান।
পুলিশ জানিয়েছে, আকাশের শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন না হলেও তিনি গুরুতর জখম হয়েছেন। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, মীম আক্তারকে থানায় আনা হয়েছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় স্থানীয়রা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।