
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সংস্থা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (PPPA)-এর নতুন মহাপরিচালক (যুগ্ম সচিব) হয়েছেন মুফিদুল আলম আমারে। তাঁর নিয়োগের আদেশ সম্প্রতি জারি হয়েছে এবং ৯ নভেম্বর ২০২৫ তারিখে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
নতুন দায়িত্বে মুফিদুল আলম আমারে PPPA-এর প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমের নেতৃত্ব দেবেন। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে দেশের বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন এবং বিনিয়োগ পরিবেশ আরও জোরদার করা তার প্রধান দায়িত্ব।
তিনি আগে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সততা, দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতার কারণে গুরুত্বপূর্ণ এই পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। টেকনাফের সন্তান মুফিদুল আলম আমারের এই নিয়োগ স্থানীয় প্রশাসনিক ও সামাজিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।
অফিসের ঠিকানা:
Public Private Partnership Authority (PPPA), প্রধান উপদেষ্টার কার্যালয়, প্লট-ই, ১৩/বি, ২য় তলা, শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭।